একটা ছেলে বহুদিন ধরে আমাকে চাকুরীর কথা বলে আসছে।
August 12, 2025•378 words
একটা ছেলে বহুদিন ধরে আমাকে চাকুরীর কথা বলে আসছে। পারিবারিক সমস্যা। বাবা নেই৷ রোড এক্সিডেন্টে মারা গেছেন বছরখানেক আগে। ৪/৫ ভাই বোনের সংসার। সে সবার বড়। খেয়ে না খেয়ে বেঁচে আছে। তার একটা পায়ে একটু সমস্যা আছে। দেখতে শুনতেও তেমন আকর্ষনীয় নয়। পাশ করেছে একাউন্টিং নিয়ে। তাকে সেলস মার্কেটিং এ নেয়াই যায় না।
পরিচিত এক বড় ভাই আছেন একটা প্রাইভেট কোম্পানীর ফাইন্যান্স হেড হিসেবে। বিশ্ববিদ্যালয়ের ক্লোজ বড় ভাই। দিন রাত এক করে ক্যাম্পাসে আড্ডা দিয়েছি কত শত দিন। ভাবলাম, উনাকে একটা কল দেই। সব বললাম বিস্তারিত। উনি বললেন, "সিভিটা দিস।" সিভি দিলাম। তারপর অনেক দিন কেটে গেল। আর খবর নেই। আমারও নানান কাজে আর মনে নেই।
কিছুদিন আগে ছেলেটা আবার নক দিলো। তারপর আমার মনে পড়লো। দিলাম আবার সেই বড় ভাইকে কল৷ উনি বললেন, তুই একদিন সময় করে আমার অফিসে আয়!" একদিন সময় করে গেলাম উনার অফিসে।
উনি চা বিস্কুট খাওয়ালেন। অনেকক্ষন গল্প গুজব করলেন। ক্যাম্পাস লাইফের স্মৃতিচারন করলেন।তারপর বললেন, "তুই যে ছেলের সিভিটা পাঠিয়েছিলি সেটা এইচ আর কে আমি দিয়েছি। ছেলের রেজাল্ট ভালো। সমস্যা নাই। নেয়া যাবে। কিন্তু একটা ব্যাপার আছে। এইচ আরের হেডকে কিছু টাকা পয়সা দিতে হবে। উনি আবার মাল পানি ছাড়া কাজ করেন না। আমি বললাম "ভাই, ২০/২৫ হাজার টাকার একটা এন্ট্রি লেবেলের চাকুরীতেও টাকা দিতে হবে?
উনি বললেন, "কি বলবো বল! টাকা ছাড়া এখন এই দেশে কিছু হয় না। আমি বললাম "ভাই৷ ছেলেটা গরীব। অনেক কষ্টে সৃষ্টে দিন পার করছে। দেখতে শুনতে ভালো হলে আর পায়ের সমস্যাটা না থাকলে আমি ই তাকে সেলস -মার্কেটিং এ নিয়ে নিতাম। এখন উপায় নাই বলে আপনার কাছে পাঠিয়েছি!" বড় ভাই বললেন, শোন! তাকে বল, বেশি না ৪০/৫০ হাজার টাকা ম্যানেজ করতে। বাকীটা আমি দেখছি।" আমি হতাশ হয়ে উনার অফিস থেকে বের হয়ে আসলাম।
রিক্সায় বসে সিগারেট টানতে টানতে কেন জানি আমার মনে হলো, টাকাটা আসলে এই বড় ভাই ই খাবে। মানুষের উপর বিশ্বাস হারানো নাকি পাপ। কিন্তু আমি এখন আর কাউকেই বিশ্বাস করি না। এই দেশে এখন আর কোন নীতি নেই। বিশ্বাস নেই। টাকার জন্য এখন মানুষ পারে না এমন কোন কাজ নেই। কিসের শিক্ষা, কিসের বিবেক, কিসের সম্পর্ক ! টাকার সামনে সব ভেষে গেছে। একটা অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা সবাই। কোথাও কোন আলো নেই। একদমই নেই।
আমি সেই ছেলেটাকে টাকার কথা কিছু বলি নি। টাকার কথা বললে সেও ভাবতে পারে আমি টাকা খাব। বললাম, "তোমার জন্য কিছু করতে পারি নি। সরি।"
@collect