Janaki Jaane
August 24, 2023•221 words
মুভি সংক্ষেপ
জানকি সরল সজ আমেয়ে যে কিনা এংজাইটি ডিসওর্ডার ভুগছে ছোটবেলা থেকে। উচ্চশব্দ, একাকী আর অন্ধকারে তার সমস্যা বাড়ে।
উন্নি মুকুন্দান ছোটখাট সাব-কন্ট্রাকটর। চারিদিক ম্যানেজ করে সে রোডঘাট বানিয়ে থাকে। সম্প্রতি সে জানকি এর প্রেমে পড়েছে!
মার্টিন, সদ্য রাজনীতিতে নেমেই বাপের জুতা পাইয়ে পরতে চলেছে। জানকী যে এলাকার বাসিন্দা সেখান থেকে দাড়িয়েছে।
পি আর সাজি, মার্টিনের অপজিশান দলের লিডার। এতদিন মার্টিনের বাপের থেকে হেরে সে সুজোগে আছে এক হাত নেবার।
জানকি তার লোকাল প্রেসে কাজ করে, মা আর তার নিজের...
Read post