দ্বিতীয় লেখা
May 7, 2023•105 words
হারকে নামোজাদ
জিদারছে রোজগার,
হিচ নামোজাদ
জেহিছ আমোজগার ।
কবিতার রস আস্বাদনের গল্প ভুলেই গিয়েছি। একটা সময় হাফিজের একটা অনুবাদ সাথেই থাকত। কেউ একজন মেরে দিয়েছে। আমি হাফিজের অনেক বড় না হলেও একজন পাঠক। একদম কান্না চলে আসার মত ভক্ত। পশ্চিমারা রুমিরে মার্কেটিং করে পশ্চিমায়ন করেছে। অথচ ফরিদুদ্দিন আত্তার, হাফিজ ওয়াহ।
অনেকদিনের বাদে আপনা মনের লেখালেখি এখানে লিখছি। বাক্যে, ব্যাকরণে ভুলভাল হলেও ভুলতে বসার থেকে উত্তম! যা হোক উপরের লাইন দুইটা কিন্তু মঈনুস সুলতানের কাবুলের কারভান সরাই লেখা থেকে কোটেড। কিছু কিছু লেখা পড়ে গেথে যায়, তার মধ্যে একটা এই বই। কবেই পড়েছি নিজেরো মাথাতে নাই, কিন্তু নামটা স্মরণে আসতেই বুকের ভেতর হাহাকার করে উঠছে।