প্রথম লেখা
March 16, 2023•121 words
না বুঝে বেশ লম্বা সময় ধরে, কুরআন পড়ছি, তেলাওয়াত যাকে বলে। এখন একটা লম্বা সময় পর এটা যে ভুল হচ্ছে তার অনুভুতি জেগেছে।
কেবল পড়ার কথা পড়ছি বলে এটার যে বিউটি বুঝতে পারা গেছে কিছুই না। আল্লাহর বাণী হিসাবে নিজ ভাষাতে অর্থ বোঝা অনেক অনেক জরুরি ছিল।
মিথটা হইল, পড়লেই সওয়াব এটা পিচ্চিকাল থেকে মাথার ভেতর গেথে দেয়া হয়েছে।
এটা শুধু পড়ে জাজাকাল্লাহ বলে রেহেলে রেখে দেবার পুস্তক ছিল না।
পড়, বুঝ, সে অনুযায়ী আমল করার কথা ছিল আমাদের। কিন্তু মক্তবে যাও, পড়া শেখ, এটা হিপনোটাইজ করে ফেলে dহয়েছে। এটা যাস্ট এনাদার প...
Read post