সাধারণের দ্বীনের খোজ (শুরুর অংশ)
August 5, 2023•285 words
একদিন হটাৎ মনে হতেই পারে, বাংলা ইংরেজি পাঠ পাঠ্য করা একজনের ইসলাম ধর্মের জানা এবং শেখার যাত্রা । সহজে নিজের বোধগম্যতার জন্য নিজের জন্য একটা পরিক্রমা ।
বেশ কয়েক জুম্মাহ'র আগের কথা । শ্বশুরবাড়ি এলাকার মসজিদের ঈমাম সাহেবের কথা বেশ চিন্তাতে ফেলে দিয়েছিল । সমাজে দীন ধর্ম নামে যা প্রচলিত, না জেনে অনেক কিছুই তর্কে লম্বা হই । সাধারণের জন্য অনেক কিছু সামনে থাকলেও খুজে পড়ার মানসিকতা কম । মৌলিক অনেক কিছুই ধারণা না নিয়েই যাবার প্রস্তুতি নিচ্ছি, ইচ্ছে হোক আর অনিচ্ছেই ।
শুরুতেই যা জানার দরকার ,
দ্বীনের (ইস...
Read post