লিনাক্স এবং মিথ

মোটামুটি তের বছর আইটি-তে জব করার পর লিনাক্স শব্দটা একধরনের অসোয়াস্তি এনে দিত। এখন দেয় না। এর মানে এই নয় যে লিনাক্সের পণ্ডিত হয়ে গেছি, অন্তত নিজের কাছে জানি লিনাক্স কেবল আরেকটা অপারেটিং সিস্টেম ছাড়া আর কিছু না। একদিনেই যে ভীতি গেছে তা নয়, তবে কয়েক রাতের প্রচন্ড রকম আগ্রহ আর প্রচেষ্টা, সাথে এক জনের অনুপান। এখন আর ভয় জাগানিয়া অনুভুতি টূকু নাই।
একটা সময় এখনকার মত এত রিসোর্স কিম্বা টিউটোরিয়াল ছিল না। থাকলেও এত সহজলভ্য ছিল না। হ্যাটস অফ লিনাক্স কম্যুনিটিকে। সময়ের সাথে এখন অনেকের সাথেই বলতে পারি, লিনাক্স ইজ আ বিউটি!

More from Sayf
All posts