Janaki Jaane

Janaki Jaane


মুভি সংক্ষেপ

জানকি সরল সহজ মেয়ে যে কিনা এংজাইটি ডিসওর্ডার ভুগছে। ছোটবেলা থেকেই । উচ্চশব্দ, একাকী আর অন্ধকারে তার সমস্যা বাড়ে।
উন্নি মুকুন্দান সাব-কন্ট্রাকটর । চারিদিক ম্যানেজ করে সে রোডঘাট বানিয়ে থাকে। সম্প্রতি সে জানকি এর প্রেমে পড়েছে!
মার্টিন, সদ্য রাজনীতিতে নেমেই বাপের জুতা পায়ে পরতে চলেছে। জানকি যে এলাকার বাসিন্দা সেখান থেকে দাড়িয়েছে ।
পি. আর. সাজি, মার্টিনের বিরোধী দলের লিডার । এতদিন মার্টিনের বাপের থেকে হেরে সে সুযোগে আছে এক হাত নেবার ।

জানকি তার লোকাল প্রেসে কাজ করে, মা আর তার নিজের সংসার চালিয়ে নেয় কোনভাবে। অনেকে তার সমস্যা নিয়ে হাসি তামাশা করে, দূঃখ থাকলেও সে আমলে নেয় না।
ঘটনাক্রমে উন্নি'র প্রজেক্টের কাছে সে জ্ঞান একদিন হারিয়ে পড়ে যায় । তাকে বাসায় দিয়ে যাবার পরে, ঘটনাচক্রে কয়েকবার তাকে উন্নি দেখে পছন্দ করে ফেলে। দুজনেই থার্টিজ ক্রস করে ফেলেছে তাই এত প্রেমের
ঘটনার ডিটেইলিং নাই। বিয়ের পর এক দাওয়াতে জানকি আর উন্নি খাওয়া শেষে একসিডেন্টলি মার্টিনকে জড়িয়ে ধরে, অন্ধকারে।
সেইটার ছবি নিয়ে শুরু হয় মিডিয়া আর আম জনতার ট্রায়াল। সুযোগের সদ্ব্যাবহার করে সাজি ।

উন্নি আকজন সাধারণ কন্ট্রাকটার। আর জানকি ভয়গ্রস্থ একজন মানুষ। এর থেকে সবার বেরিয়ে স্বাভাবিক জীবনে আসার জন্য সংগ্রাম নিয়েই বাকি গল্প।

গল্পটা একজন ট্রমা আক্রান্ত মেয়ের জীবন যাপনের গল্প। রাজনীতির প্যাচের গল্প। কিছু প্রেম আর বাকিটা সংসার যাপন।


অভিনয়

সাইজু কুরুপ, নাভ্যা নায়ার, ধিয়ান শ্রিনিবাশন, কোট্যায়াম নাজির, শরফুদ্দিন, আনারকলি মারিকার...


ব্যাক্তিগত মতামত

নাভ্যা নায়ার অনেকদিন পর স্ক্রিনে দেখা গেল। অতি ন্যাচারাল বেশে । দারুণ ভাবে নিজের চরিত্রের বিচার করেছে । সাইজু কুরুপ গুন্ডা জায়ান-এ দেখে ভেবেছিলাম, হয়ত সেইম অবতারে আসবে । মেইন লিডে তাকে আমার কমই দেখা পড়েছে।
কুরুপ তার অভিজ্ঞতার দাম দিয়েছে বলা যায় । এরপর আসে শরফুদ্দিন, আই সুদিং একজন অভিনেতা । তার স্ক্রিন প্রেজেন্স আমার মনে হয় একটা নিজের ভাই ভাগার টাইপের ফিলিংস ।
আনারকলি-কে দেখলাম তার সুলেখা মঞ্জিল এর পর (এটা নিয়েও লিখব ভাবছি)। শরফুদ্দিন আর আনারকলি দুজনেরই মে বি এক্সটেন্ডেড ক্যামিও থাকলেও গুরুত্বপুর্ন ছিল ।
তবে পি আর সাজি চরিত্রে কোট্যায়াম নাজির ফাটিয়েছে । বেশ সময় কেটেছে ড্রামা নির্ভর জানকি জানে দেখে ।

IMDB Source: Janaki Jaane


You'll only receive email when they publish something new.

More from হুতুম
All posts