গতকালের দেখা মালয়ালম মুভি ছিল, এনথাডা সাজি, মানে বাংলাতে বোঝায়, কি বেপার সাজি?
সাজি হইল সাজিমোল (নিভেথা থমাস), এর ফ্যান্টাসি।
সাজিমোল গ্রামের মেয়ে, যার একবার এনগেজমেন্ট হয়েও ভেঙ্গে যায় বিয়ে। পারিবারিক ভাবে তারা ক্রিশ্চিয়ান, রেগুলার বাইবেল পাঠ, চ্যাপেলে প্রার্থনা, চার্চ এর মাস-এ অংশ নেয় নিয়মিত।
হটাত একদিন চ্যাপেলে প্রার্থনা করার সময় সেইন্ট রকি, সাজিমোল এর সাথে কথা বলা শুরু করে। তারপর থেকে তার পরামর্শ শুনে সাজিমোল পরিবর্তন শুরু করে তার নিত্য দিনের রুটিনে। সব ঠিকঠাক চলে যাচ্ছিল, হটাত একদিন সেইন্...
Read post